ঘূর্ণিঝড়-দুর্যোগ উপেক্ষা করেই উৎসব! জগদ্ধাত্রী অষ্টমী তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
আজ, বুধবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার চোখরাঙানি সত্ত্বেও উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আলোর মালায় সেজে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর থেকে শুরু করে হুগলির চন্দননগর ও অন্যান্য জায়গার মণ্ডপগুলি। এই উৎসবের আবহে দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থনায় সামিল হয়েছেন রাজ্যের আট থেকে আশি সকলে। এই শুভ দিনে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (আগেকার টুইটার) একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা।” প্রতিকূল পরিস্থিতিতেও উৎসবের উদ্দীপনা বজায় রাখায় রাজ্যের মানুষের এই মানসিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য।