300 KM বেগে ১৭৪ বছরে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, মৃত ১০ – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
ভারত যখন ‘মোথা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে উদ্বেগে, ঠিক তখনই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জামাইকায় আঘাত হেনেছে শতাব্দীর অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’। এটি গত ১৭৪ বছরে দ্বীপ রাষ্ট্রটির ওপর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যা ‘ক্যাটাগরি ৫’ মাত্রার তকমা পেয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
জানা গিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা (KM/H) গতিবেগে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় মেলিসা। এর বিধ্বংসী ক্ষমতা এতটাই বেশি যে, এটি ২৬৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির টাইফুন রাগাসাকেও ছাড়িয়ে গিয়েছে। এই প্রবল গতির ঝড়ের ফলে জামাইকায় ব্যাপক বিপর্যয় ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে।