আফগানিস্তান পাকিস্তানের উপর বড় আঘাত হানতে চলেছে… ভারতও এতে সমর্থন দেবে – এবেলা

এবেলা ডেস্কঃ
আফগানিস্তান এবার পাকিস্তানকে বড়সড় ধাক্কা দিতে চলেছে। আর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। এর ফলে পাকিস্তানের উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেল। আসলে, আফগানিস্তান সরকার পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া গুরুত্বপূর্ণ কুনার নদীর ওপর একটি বাঁধ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে এবং ভারত সেই পরিকল্পনার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে।
বাঁধ নিয়ে ভারতের দৃঢ় অবস্থান
ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আফগানিস্তানের জলবিদ্যুৎ প্রকল্প সহ টেকসই জল ব্যবস্থাপনায় সহযোগিতা করতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হেরাত প্রদেশের সালমা বাঁধ সহ এই ধরনের প্রকল্প নিয়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অর্থাৎ, এই বাঁধ নির্মাণ ইস্যুতে আফগানিস্তানের পাশে দাঁড়ানো থেকে ভারত কোনোভাবেই পিছু হটবে না।
আফগানিস্তানের সিদ্ধান্তে পাকিস্তানের মাথায় হাত
গত সপ্তাহে আফগানিস্তান সরকার ঘোষণা করে যে তারা পাকিস্তানের উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ শুরু করবে। এই ঘোষণায় ইসলামাবাদে জলপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পাহলগাম হামলার পর ভারত যখন সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও একই ধরনের উদ্বেগে ভুগতে হয়েছিল পাকিস্তানকে।
পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের কড়া বার্তা
পাকিস্তানকে চাপে রাখতে আফগানিস্তানকে সামরিক উত্তেজনাতেও সমর্থন জানাতে প্রস্তুত ভারত। একই সঙ্গে, পাকিস্তান যে এখনও সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, সেই বিষয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জয়সওয়াল উল্লেখ করেছেন, আফগানিস্তান যখন নিজেদের ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রয়োগ করতে চাইছে, তখন পাকিস্তান তাতে নাখোশ। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
কুনার নদী কোথায় অবস্থিত
প্রায় ৪৮০ কিলোমিটার দীর্ঘ এই কুনার নদীটি পূর্ব আফগানিস্তান ও উত্তর-পশ্চিম পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। হিন্দুকুশ পর্বতমালার বরফ ও হিমবাহ গলে এই নদীর জলধারা সৃষ্টি হয়। নদীটি আফগানিস্তানের দক্ষিণ দিকে কুনার উপত্যকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে এটি কুনার নদী নামেই পরিচিত।