কুড়ি মিনিট অবরোধে স্তব্ধ দিনহাটা এসডিও অফিসের সামনে কেন হঠাৎ ক্ষিপ্ত চাকরিপ্রার্থীরা – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
দিনহাটা মহকুমা শাসকের (এসডিও) অফিসে ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণে দীর্ঘসূত্রিতার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করলেন চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীরা। চার মাস ধরে হয়রানির শিকার হয়ে বাধ্য হয়ে তাঁরা দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরুদ্ধ করেন। পুলিশের হস্তক্ষেপে এবং দ্রুত সমাধানের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ উঠে যায়। দ্রুত বকেয়া কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে প্রশাসন।