জলপাইগুড়িতে চা বাগানে ভয়ঙ্কর আতঙ্ক ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ বনদপ্তর খাঁচা বসালো – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চিতাবাঘের উপদ্রবে তীব্র আতঙ্ক। মঙ্গলবার রাতে শ্রমিকের ঘর থেকে ছাগল তুলে নিয়ে যায় বাঘ। এরপর পায়ের ছাপ মেলায় নড়েচড়ে বসে বনদপ্তর। বৃহস্পতিবার ৯ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয়েছে। তবে বাঘ ধরা না পড়া পর্যন্ত আতঙ্কমুক্ত হতে পারছেন না শ্রমিকরা। কর্মীদের সতর্ক থাকার নির্দেশ।