অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কেন গৌড়বঙ্গ পেল স্থায়ী উপাচার্য – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
দু’বছর ধরে উপাচার্যবিহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হতাশা। সম্প্রতি রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলেও, সেই তালিকায় নাম নেই উত্তরের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটির। গৌড়বঙ্গ উপাচার্য পাওয়ায় দাবি জোরাল করল শিক্ষক-পড়ুয়া মহল। রেজিস্ট্রার জানিয়েছেন, দ্রুত স্থায়ী উপাচার্য আসার আশা।