২২ ক্যারেটের সোনায় আজ বড়সড় চমক! কলকাতায় দাম কত কমল না বাড়ল, দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

লাগাতার ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ব বাজারে সোনার দামে হঠাৎ ছন্দপতন। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর গতি কমানো এবং মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ কিছুটা স্তিমিত হওয়ায় ডলার শক্তিশালী হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের মূল সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। এর ফলেই সোনায় চড়তে থাকা দাম কিছুটা কমেছে।

লাখের গণ্ডি পেরোনোর পর গত সপ্তাহের তুলনায় আজ সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ করতে চাইলে অপেক্ষাকৃত কম টাকায় সুযোগ মিলতে পারে।

আজ কলকাতায় সোনা ও রুপোর দাম

আজ, শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ১১,২৪৫ টাকা। একইভাবে, ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১২,২৬৮ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম রয়েছে ৯,২০১ টাকা। মনে রাখবেন, এই দামের সঙ্গে জিএসটি এবং গয়না কেনার ক্ষেত্রে মেকিং চার্জ যুক্ত হবে। তবে গতকালের তুলনায় আজ ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ১,২০০ টাকা।

আজ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম রয়েছে ১,৫১,০০০ টাকা।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) দেওয়া দাম দেশব্যাপী সাধারণত গৃহীত হয়, তবে এতে জিএসটি অন্তর্ভুক্ত থাকে না। গয়না কেনার সময় কর এবং মেকিং চার্জ যুক্ত হওয়ায় দাম সাধারণত বেশি থাকে। IBJA কেন্দ্রীয় সরকারের ছুটির দিন এবং সাধারণত শনিবার ও রবিবার সোনার দাম প্রকাশ করে না। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন বিশুদ্ধতার সোনার জন্য যে আদর্শ দাম ধার্য করে, তা কর এবং মেকিং চার্জের আগের মূল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *