পাখিদের কাণ্ড! মাঝরাস্তায় পিছলে গেল ২০টি বাইক ও টোটো, কুলিক পক্ষীনিবাসে তুমুল উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

রায়গঞ্জ: পরিযায়ী পাখির বিষ্ঠায় পিচ্ছিল রাস্তায় ঘটে গেল চরম বিপত্তি। বুধবার সন্ধ্যায় কুলিক পক্ষীনিবাসের সামনে পুরনো জাতীয় সড়কে পরপর অন্তত ২০টি বাইক ও ৪টি টোটো হুড়মুড়িয়ে পিছলে যায়। দুর্ঘটনার জেরে তৈরি হওয়া যানজট অবশেষে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনী এসে রাস্তা জল ও অ্যাসিড দিয়ে পরিষ্কার করার পর স্বাভাবিক হয়। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *