Jio-র ধামাকা অফার! Google AI Pro ফ্রি, সঙ্গে ২ টিবি স্টোরেজ – এবেলা

এবেলা ডেস্কঃ
রিলায়েন্স জিও ভারতের টেলিকম জগতে ফের একবার বড়সড় চমক নিয়ে এলো। গুগল-এর সঙ্গে হাত মিলিয়ে জিও এবার ঘোষণা করল, যোগ্য গ্রাহকদের জন্য মিলবে সম্পূর্ণ ফ্রি Google AI Pro সাবস্ক্রিপশন, যার মেয়াদ পুরো ১৮ মাস। বাজারমূল্যে এই ১৮ মাসের প্রিমিয়াম প্যাকেজের দাম প্রায় ৩৫,১০০ টাকা। তবে কেন এমন অফার? কেই বা এই সুবিধা পাবেন?
কারা পাচ্ছেন এই সুবিধা?
জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই দুর্দান্ত অফারটি শুরু হয়েছে ৩০ অক্টোবর, ২০২৫ থেকে। প্রথম ধাপে ১৮ থেকে ২৫ বছর বয়সী সেই সকল জিও ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন, যাঁদের ৩৪৯ টাকা বা তার বেশি মূল্যের আনলিমিটেড ৫জি প্ল্যান রয়েছে। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকরাই এই সুযোগের আওতায় পড়বেন। তবে, সংস্থা ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে দেশের অন্যান্য জিও ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এই সুবিধা পেতে পারেন।
কী কী মিলছে এই প্রিমিয়াম প্যাকেজে?
এই Google AI Pro সাবস্ক্রিপশনে গ্রাহকরা একগুচ্ছ আকর্ষণীয় প্রিমিয়াম ফিচার পাবেন। এর মধ্যে প্রধান হলো:
- Gemini 2.5 Pro AI মডেল: জটিল বিশ্লেষণ, কোডিং এবং সৃজনশীল কাজের জন্য গুগলের অত্যাধুনিক এই এআই মডেলটি ব্যবহার করা যাবে।
- Veo 3.1 ও Nano Banana: ভিডিও এবং ইমেজ জেনারেশনের জন্য শক্তিশালী টুলস।
- Notebook LM: গবেষণা ও অ্যাকাডেমিক লেখালেখির জন্য বিশেষ সুবিধা।
- 2TB Google Cloud Storage: Google Photos, Drive, Gmail এবং WhatsApp চ্যাট ব্যাকআপ-এর জন্য বিশাল ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ।
- ১০০০ AI ক্রেডিট: প্রতি মাসে হাই-এন্ড এআই টাস্ক চালানোর জন্য ১০০০টি পর্যন্ত এআই ক্রেডিট মিলবে।
কীভাবে করবেন অ্যাক্টিভেট?
সুবিধাটি সক্রিয় করার জন্য যোগ্য গ্রাহকদের MyJio অ্যাপে গিয়ে “Claim Now” ব্যানারে ক্লিক করতে হবে।
রিলায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, “AI for All” ভিশনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক ও ব্যবসা সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাবে। জিও ও গুগল ক্লাউড একত্রে নতুন এআই অবকাঠামো (TPUs) তৈরি করছে, যা ভারতীয় এন্টারপ্রাইজগুলিকে আরও শক্তিশালী করবে।
রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি এই প্রসঙ্গে বলেন, “আমরা চাই প্রতিটি ভারতীয় নাগরিকের হাতে পৌঁছে যাক এআই-এর শক্তি।” অন্যদিকে, গুগল সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, “ভারতের তরুণ প্রজন্ম ও ডেভেলপারদের হাতে উন্নত এআই প্রযুক্তি তুলে দিতে পেরে আমরা গর্বিত।”
এর আগে এয়ারটেলও Perplexity Pro এবং ওপেনএআই ChatGPT Go-এর মতো অফার নিয়ে এসেছিল। এবার জিও-র এই বড় পদক্ষেপ ভারতের যুব সমাজকে আরও সহজে বিশ্বমানের এআই প্রযুক্তির দুনিয়ায় নিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই অফারের সম্পূর্ণ সুবিধা পেতে আপনার রিচার্জ প্ল্যানটি যোগ্য কিনা, তা একবার MyJio অ্যাপে দেখে নিতে পারেন।