পোর্টফোলিও থেকে Gold ETF কি সরিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীরা? বিশেষজ্ঞের মন্তব্যে চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা GOLD ETF এখন বহু বিনিয়োগকারীর পছন্দের জায়গা। কারণ সোনার দামের সঙ্গে সরাসরি যোগ থাকে এই ফান্ডগুলির। সোনার দাম বাড়লে বাড়ে এই ফান্ডের দর, কমলে নামে। আর চলতি বছরেই এই ফান্ডে বিনিয়োগ করে প্রায় ৫৩ শতাংশ রিটার্ন পেয়েছেন অনেকেই। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার ফলেই এই বিপুল লাভ এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু এখন হঠাৎই অনেকে নিজেদের পোর্টফোলিও থেকে গোল্ড ইটিএফের পরিমাণ কমাচ্ছেন। কেন এমনটা হচ্ছে, সেই প্রশ্নই ঘুরছে বিনিয়োগ মহলে।
কেন গোল্ড ইটিএফ-এ লগ্নি কমছে?
বিশেষজ্ঞদের আশঙ্কা, এক বছরে প্রায় ৫৩ শতাংশ উত্থানের পর গোল্ড ইটিএফের দামে এবার বড়সড় পতন আসতে পারে। সেই কারণেই অনেকে এখন লাভ তুলে নিচ্ছেন এবং নিজেদের পোর্টফোলিওতে গোল্ড ইটিএফের অংশ কমিয়ে দিচ্ছেন।
কোট্যাক মিউচুয়াল ফান্ডের বিশিষ্ট ফান্ড ম্যানেজার সতীশ দোনাপতি জানিয়েছেন, বহু বিনিয়োগকারীই গোল্ড ইটিএফ-এ তাঁদের বিনিয়োগ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিচ্ছেন। এখন গোটা পোর্টফোলিওর মাত্র ১০ থেকে ১৫ শতাংশ তাঁরা গোল্ড ইটিএফের জন্য রাখছেন।
তবুও কি আশা আছে?
যদিও সতীশ দোনাপতি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, বিশ্ব অর্থনীতিতে এখনও অনিশ্চয়তা রয়েছে। তাই গোল্ড ইটিএফ-এর দাম আরও কিছুটা ইতিবাচক দিকে যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সব টাকা শুধু সোনাতেই রাখা উচিত নয়। বরং বিভিন্ন খাতে বিনিয়োগ করে পোর্টফোলিওকে সুরক্ষিত রাখা দরকার।
সাম্প্রতিক কালে সোনার দামেও বড় পতন দেখা গেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ স্তর থেকে প্রায় ১২,৭০০ টাকা বা প্রায় ৯.৬ শতাংশ কমে ১,১৯,৬৪৬ টাকায় নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতির গতি শ্লথ থাকায় সোনার প্রতি বিনিয়োগের আগ্রহ এখনও থাকবে। তবে কেবল সোনায় নির্ভর না করে ডাইভার্সিফিকেশন বা বিভিন্ন খাতে বিনিয়োগই হবে বুদ্ধিমানের কাজ।