পুকুরে মাছ ধরতে গিয়ে উঠে এল প্রাচীন দুর্গা মূর্তি মালিকানা নিয়ে দুই পক্ষের তুমুল হাতাহাতি – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় মাছ ধরতে গিয়ে জালে উঠলো একটি প্রাচীন ধাতব দুর্গা মূর্তি। এই অলৌকিক আবিষ্কার ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা। মূর্তিটির অধিকার নিয়ে পুকুরের মালিক এবং মাছ চাষি সন্দীপ কর্মকারের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। শেষমেশ মালিকপক্ষ জোর করে মূর্তিটি নিয়ে বিকনা গ্রামে চলে যায়। ক্ষুব্ধ চাষির দাবি, তাঁর জালে উঠেছে বলে অধিকার তাঁরই।