৫ হাজার টাকার কমে বিক্রি কুমারী মেয়ে – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
আইএসআইএস-এর গোপন নারী নিলামের ভয়াবহ তথ্য ফাঁস হলো। ক্রাইম জার্নালিস্টদের রিপোর্ট অনুযায়ী, ইরাক-সিরিয়ার অন্ধকার বাজারে ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি নারীদের প্রেমের ফাঁদে ফেলে পাচার করা হচ্ছে। কুমারী মেয়েদের ৫০ ডলারে (প্রায় ৪২৫০ টাকা) বিক্রি করছে জঙ্গিরা। পাচার হওয়া নারীদের আত্মঘাতী হামলায় ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে। এটিএস-এর রিপোর্ট বলছে, ভারতে এই পাচার চক্রের শিকারের সংখ্যা ভয়ংকরভাবে বাড়ছে।