খাড়্গের বিস্ফোরক দাবি: ‘আইনশৃঙ্খলার বেশিরভাগ গোলমালের জন্য আরএসএস দায়ী’, ফের নিষেধাজ্ঞার দাবি! – এবেলা

এবেলা ডেস্কঃ
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উপর ফের নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন। তাঁর দাবি, দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বেশিরভাগ গোলযোগের জন্য এই সংগঠনই দায়ী।
তবে, আরএসএস-কে নিষিদ্ধ করার দাবিটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলেও খাড়্গে স্পষ্ট করেছেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস সভাপতি এই বিস্ফোরক মন্তব্য করেন।
খাড়্গের বক্তব্য অনুযায়ী, দেশের বেশিরভাগ আইন-শৃঙ্খলা জনিত গোলযোগের জন্য আরএসএস ও বিজেপি দায়ী। তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মিথ্যাকে সহজে সত্যে পরিণত করতে পারদর্শী।
কংগ্রেস সভাপতির দাবি, এর আগেও সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য আরএসএস-কে নিষিদ্ধ করেছিলেন। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা সবকিছুর জন্য কংগ্রেসকে দোষ দেন, এবার নিজেদের কীর্তিও দেখুন।” খাড়্গের মতে, “সত্যকে যতই মুছে ফেলার চেষ্টা করা হোক, তা কখনও মুছে যাবে না।”
খাড়্গে আরও দাবি করেন যে, প্রধানমন্ত্রী ও বিজেপি সর্বদা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে বিভেদ দেখানোর চেষ্টা করেন। কিন্তু বাস্তবে নেহেরু ও প্যাটেলের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল এবং প্যাটেল নেহেরুকে জনগণের নেতা বলেছিলেন।
তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, “দইয়ের মধ্যে কাঁকর খুঁজবেন না। আপনাদের ইতিহাস সকলের জানা। গুজরাটে প্যাটেলের মূর্তির প্রথম উন্মোচন নেহেরুই করেছিলেন এবং সর্দার সরোবর বাঁধের ভিত্তিও তিনিই স্থাপন করেন।”
অন্যদিকে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, সর্দার প্যাটেল চেয়েছিলেন অন্যান্য রাজ্যগুলির মতো কাশ্মীরকেও সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে যুক্ত করতে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কারণে তা সম্ভব হয়নি।
গুজরাটের একতা নগরে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র কাছে জাতীয় একতা দিবস প্যারেডের পর মোদী বলেন, “সর্দার প্যাটেল পুরো কাশ্মীরকে একীভূত করতে চেয়েছিলেন, যেমন তিনি অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে করেছিলেন। কিন্তু নেহেরুজি তাঁর সেই ইচ্ছা পূরণ হতে দেননি। কাশ্মীর বিভক্ত হয়েছিল, তাকে আলাদা সংবিধান এবং আলাদা পতাকা দেওয়া হয়। কংগ্রেসের এই ভুলের ফল দেশকে কয়েক দশক ধরে ভুগতে হয়েছে।”