কোচি মেলকে সজোরে ধাক্কা মেঙ্গালুরু মেলের! শতাধিক মৃত্যু সেই বিভীষিকাময় সন্ধ্যায় – এবেলা
 October 31, 2025

এবেলা ডেস্কঃ
১৯৭০ সালের ৩১ অক্টোবর চেন্নাইয়ের পেরাম্বুর স্টেশনে ঘটেছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোচিন মেলকে পিছন থেকে তীব্র গতিতে ধাক্কা মারে মাদ্রাজ-মেঙ্গালুরু মেল। সিগন্যাল বিভ্রাটের জেরে ঘটে যাওয়া এই সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং দুশোরও বেশি যাত্রী আহত হন। সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেনি দক্ষিণ ভারত।