ঘ্রাণশক্তিই কি আপনার আয়ুর গোপন সংকেত? চাঞ্চল্যকর দাবি নিউরোবায়োলজি বিশেষজ্ঞের

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি বিশেষজ্ঞ ড. মাইকেল লিয়ন সম্প্রতি জীবনের মেয়াদকাল নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাঁর মতে, মানুষের ঘ্রাণশক্তিই হতে পারে তার আয়ুর ‘অদৃশ্য পূর্বাভাস’। ড. লিয়ন জানান, মধ্যবয়সে ঘ্রাণশক্তি দুর্বল হয়ে যাওয়া কেবল নাকের সমস্যা নয়, বরং তা ভবিষ্যতের দীর্ঘায়ু ও স্নায়ুতন্ত্রের দুর্বলতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।
এই বিজ্ঞানীর ব্যাখ্যা অনুযায়ী, ঘ্রাণ স্নায়ু সরাসরি মস্তিষ্কের স্মৃতি, আবেগ ও শেখার জন্য দায়ী অংশ—হিপোক্যাম্পাস ও অ্যামিগডালার সঙ্গে যুক্ত। তাই ঘ্রাণশক্তির পরিবর্তন মস্তিষ্কের কার্যক্ষমতার পরিবর্তনেরই সংকেত দেয়। ড. লিয়ন আরও বলেন, ঘ্রাণশক্তি হ্রাস বা লোভ পাওয়া আলঝাইমার্স বা পারকিনসনসের মতো রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই শরীর ও মনকে সতেজ রাখতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে ঘ্রাণশক্তির প্রতি যত্নশীল হওয়া জরুরি।