পিঠের ব্যথা নাছোড়বান্দা? মেরুদণ্ডের টিবি-তে পঙ্গু হওয়ার মারাত্মক ঝুঁকি! জানুন লক্ষণ

বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম যক্ষ্মা বা টিউবারকুলোসিস (টিবি), যা ফুসফুসের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ, বিশেষত মেরুদণ্ডেও বাসা বাঁধতে পারে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই রোগ ‘স্পাইনাল টিউবারকুলোসিস’ বা ‘পট’স ডিজিজ’ নামে পরিচিত। ফুসফুসে প্রাথমিক সংক্রমণের পর জীবাণু রক্তপ্রবাহের মাধ্যমে মেরুদণ্ডের হাড়ে পৌঁছলে এই গুরুতর সমস্যা দেখা যায়। সময়মতো সঠিক চিকিৎসা না করালে এটি স্থায়ী পঙ্গুত্ব পর্যন্ত ডেকে আনতে পারে। মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে স্পাইনাল টিবি-র ঝুঁকি বাড়ে।
এই রোগের মূল লক্ষণগুলি হল পিঠে বা কোমরে একটানা ব্যথা যা বিশ্রাম নিলেও কমে না এবং রাতে বাড়ে। এর সঙ্গে জ্বর, শারীরিক দুর্বলতা, ওজন হ্রাস, রাতে ঘাম হওয়ার মতো উপসর্গও দেখা যায়। রোগ বাড়লে স্নায়ুর উপর চাপ সৃষ্টি হয়ে পায়ে দুর্বলতা, অবশ ভাব এবং হাঁটাচলার ক্ষমতা হ্রাস পেতে পারে। এমনকি মেরুদণ্ড সামনের দিকে বেঁকে কুঁজের মতো বিকৃতিও দেখা দিতে পারে। যদিও ৯ থেকে ১৮ মাসের অ্যান্টি-টিউবারকুলার থেরাপি এবং সঠিক সময়ে রোগ নির্ণয় এই রোগকে সম্পূর্ণ নিরাময় করতে সক্ষম।