মুখ আটকে পাথর ভরে জঙ্গল ফেলে গিয়েছিল কেউ, অলৌকিকভাবে বাঁচল সদ্যজাত – এবেলা
এবেলা ডেস্কঃ মুখে আঠা দিয়ে আটকানো। তার উপর আবার পাথর ভরা। রাজস্থানের ভিলওয়ারার জঙ্গল থেকে এভাবেই এক সদ্যজাতকে উদ্ধার করা হয়েছে। এক স্থানীয় ব্যক্তির তৎপরতায় অলৌকিকভাবে শিশুটি প্রাণে বেঁচে যায়। প্রাথমিক অনুমান, শিশুটিকে খুন করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে, মঙ্গলবার ভিলওয়ারার বিজোলিয়া থানা এলাকার সীতা কুণ্ড মন্দিরের কাছে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে জঙ্গলে পড়ে থাকতে দেখেন। তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে দেখেন তার মুখ আঠা দিয়ে বন্ধ