অদ্ভুত কাকতাল, ‘প্রাণত্যাগ করতে প্রস্তুত’ সংলাপের পরই মঞ্চে লুটিয়ে পড়লেন দশরথ রূপী অভিনেতা – এবেলা
এবেলা ডেস্কঃ আনন্দঘন রামলীলার আসর নিমেষেই শোকের আবহে ঢেকে গেল। দশেরা ও নবরাত্রি উপলক্ষে হিমাচল প্রদেশের চাম্বার চৌগন ময়দানে চলছিল স্থানীয় রামলীলার আয়োজন। সেখানেই মঞ্চে অভিনয় করতে করতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজা দশরথের ভূমিকায় অভিনয় করা ৭৩ বছর বয়সী অভিনেতা অমরেশ মহাজন। দর্শকদের সামনেই সিংহাসনে বসা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে সীতা স্বয়ংবরের অভিনয় চলাকালীন। অমরেশ মহাজন তখন বিশ্বামিত্র মুনির সঙ্গে সংলাপ বলছিলেন। কাকতালীয়ভাবে, তাঁর শেষ সংলাপ ছিল “আপনার জন্য আমি প্রাণত্যাগ করতে প্রস্তুত”।