পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার সৌগত রায়! টেট বিক্ষোভের মাঝে চরম অস্বস্তিতে দুই হেভিওয়েট নেতা, তারপর কী হল? – এবেলা
এবেলা ডেস্কঃ পুজোর আগেই চাকরির দাবিতে উত্তাল রাজ্য। আর সেই বিক্ষোভের আঁচ এবার সরাসরি এসে পড়ল রাজনৈতিক নেতাদের উপর। বারাসাতের যশোর রোডে টেট উত্তীর্ণদের বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জলহাটির বিধায়ক নির্মল ঘোষ। প্রায় আধঘণ্টা ধরে তাঁদের গাড়ি অবরুদ্ধ হয়ে ছিল। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের সেখান থেকে বের করে নিয়ে যায়।বুধবার বারাসাতের রবীন্দ্রভবনে একটি শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌগত রায় এবং নির্মল ঘোষ। অন্যদিকে, একই সময়ে ২০২২ সালের টেট উত্তীর্ণরা তাদের নিয়োগের দাবিতে বারাসাত