চিকিৎসক হতে চায়নি, NEET-এ ৯৯.৯৯% নম্বর পেয়েও কেন আত্মহত্যার পথ বেছে নিল কিশোর? – এবেলা
এবেলা ডেস্কঃ মুম্বই: চিকিৎসক হওয়ার জন্য পরিবারের চাপ, না-পসন্দ পেশার বোঝা— এই দুইয়ের দ্বন্দ্বে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল মহারাষ্ট্রের এক কিশোর। মেডিক্যাল কলেজে ভর্তির আগের দিনই নিজের জীবন শেষ করে দিয়েছে ১৯ বছর বয়সী অনুরাগ অনিল বোরকার। তার এই মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়।পরিবার সূত্রে জানা গেছে, অনুরাগ চিকিৎসক হতে রাজি ছিল না। কিন্তু তাকে জোর করে মেডিকেলে ভর্তি করানো হচ্ছিল। আর সেই মানসিক চাপই তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করে।২০২৫ সালের NEET UG পরীক্ষায় ৯৯.৯৯% নম্বর পেয়ে সারা