নিজেরাই নিজেদের দেশে বোমা মারছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের ‘ভণ্ডামি’ ফাঁস করল ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে তীব্র আক্রমণের শিকার হলো পাকিস্তান। মঙ্গলবার পরিষদের আলোচনায় ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগী পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘যে ইসলামাবাদ নিজেদেরই মানুষের ওপর বোমা মারছে, তারাই এই একই মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।’২০১২ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস অফিসার ক্ষীতিজ ত্যাগী পাকিস্তানের বক্তব্যকে ‘ভিত্তিহীন ও উস্কানিমূলক’ বলে বর্ণনা করেন। তাঁর অভিযোগ, যারা নিজেদের দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি বাঁচাতে হিমশিম খাচ্ছে এবং মানবাধিকারের ইতিহাস যাদের কলঙ্কিত, তাদের উচিত ভারতের দখল করা অংশ ছেড়ে দেওয়া। তিনি আরও