পূজোর আগেই কেন ১০টি সরকারি বাস বন্ধ করে দিল রাজ্য? কারণ শুনলে চমকে উঠবেন – এবেলা
এবেলা ডেস্কঃ পূজোর ঠিক মুখে রাজ্য সরকারের ১০টি বাস হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে চমক তৈরি হয়েছে। সাধারণত, এই সময়ে যাত্রী চাপ সামলাতে বাসের সংখ্যা বাড়ানো হয়। কিন্তু এই বছর উল্টো ছবি দেখা গেল। এর পেছনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। লোকসানের মুখে দাঁড়িয়ে থাকা এসবিএসটিসি-র দীঘা ডিপো কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।দীঘা ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসান কমাতে অলাভজনক রুটে এই ১০টি বাস বন্ধ করা হয়েছে। রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের চাপে অনেক সময় নতুন রুট চালু করা হয়, যেখানে লাভ-লোকসানের কোনো সমীক্ষা