ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ ৬০০-র বেশি রাস্তা, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ উত্তরাখণ্ডের পর এবার ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার জেরে সাধারণ জীবনযাত্রা কার্যত থমকে গেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যের দুটি জাতীয় সড়কসহ প্রায় ৬০৬টি রাস্তা বন্ধ হয়ে আছে।বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলোর মধ্যে কুল্লু জেলায় সর্বোচ্চ ২০৩টি এবং মান্ডিতে ১৯৮টি রাস্তা রয়েছে।