নতুন হারে জিএসটি চালু, দুর্গাপুজোর আগে মোদি দিলেন এক বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ নবরাত্রির শুরুতে দেশকে ‘আত্মনির্ভরতার’ পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন হারে জিএসটি চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জিএসটি সঞ্চয় উৎসব’। গতকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের বক্তৃতায় জিএসটি কমানোর যে ঘোষণা তিনি করেছিলেন, দীপাবলির উপহার হিসেবে এবার সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে। আসন্ন উৎসবের মরশুমে সাধারণ মানুষ, মহিলা ও ব্যবসায়ীরা এর সুফল পাবেন। ৯০ শতাংশ পণ্য ৫ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে, যার ফলে বেশিরভাগ হোটেল, স্কুটার, গাড়ি ও বাইকের দাম কমে যাবে এবং ঘোরাফেরা আরও সস্তা হবে।এদিন প্রধানমন্ত্রী