সূর্যাস্তের পর কেন ঝাঁট দিতে নেই বাস্তুশাস্ত্রের রহস্য কী – এবেলা
এবেলা ডেস্কঃ অনেকেই রাতে ঘর পরিষ্কার করতে ভালোবাসেন, কিন্তু বাস্তুশাস্ত্র ও জ্যোতিষীরা এই কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রশ্ন জাগে, কেন রাতে ঝাঁট দেওয়াকে অশুভ মনে করা হয়? এই প্রথার পিছনে রয়েছে কিছু গভীর বিশ্বাস ও বিজ্ঞানসম্মত কারণ। হিন্দু ধর্মমতে, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, যিনি সম্পদ ও সমৃদ্ধির দেবী। বিশ্বাস করা হয়, সূর্যাস্তের পর দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, আর এই সময় ঝাঁট দেওয়া হলে তাঁকে অপমান করা হয়। এতে দেবী ক্রুদ্ধ হন এবং সংসারে আর্থিক সংকট ও নেতিবাচক শক্তি