মালদায় ধামসা-মাদল হাতে পথে আদিবাসী সংগঠন, কেন উত্তাল বামনগোলা? – এবেলা
এবেলা ডেস্কঃ ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তপ্ত মালদার বামনগোলা। আদিবাসী নাবালিকা ছাত্রীদের উপর নির্যাতন, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে সোমবার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসী সেঙ্গেল অভিযান। সংগঠনের নেতা-নেত্রীরা ধামসা-মাদল ও তীর-ধনুক হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন যা বামনগোলা থানার গেটের সামনে এসে শেষ হয়। সেখানেই বিক্ষোভ দেখিয়ে বীরভূমের ঘটনার মতো বিভিন্ন ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন তাঁরা।সংগঠনটি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে, আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলা সভাপতিসহ অন্যান্য কর্মীরা ছয় দফা