বিদেশের মাটিতে ভারতীয়কে অপমান করতে চেয়েছিল ভ্লগার, পাল্টা জবাব দিয়ে জিতলেন মন – এবেলা
এবেলা ডেস্কঃ সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বিদেশি ভ্লগার এবং একজন ভারতীয় ব্যক্তির মধ্যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ঘটনাটি একটি ভারতীয় রেস্তোরাঁর, যেখানে তিন বন্ধু একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিলেন। এই তিনজনের মধ্যে একজন ছিলেন বিদেশি ভ্লগার, অন্যজন ভারতীয় এবং তৃতীয় জনও বিদেশি ভ্লগার বলে অনুমান করা হচ্ছে।খাবার শেষে বিল দেওয়ার সময় ভ্লগারটি ভারতীয় বন্ধুটিকে গরিব ভেবে পুরো বিল নিজে দিতে চায়। ভ্লগারের এই অহংকারী আচরণ ভারতীয় বন্ধুটির মনকে আঘাত করে। সে শান্ত ও শালীন ভঙ্গিতে বলে, ‘আপনি বসুন, পেমেন্ট হয়ে যাবে।’