ট্র্যাফিক এড়াতে আন্ডারপাস দিয়ে যেতে বলায় ক্ষেপে গেল উবার চালক, মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া! – এবেলা
এবেলা ডেস্কঃ নয়ডার রাস্তায় একদল মহিলা যাত্রীর সঙ্গে ভয়ংকর অভিজ্ঞতা হলো এক উবার চালকের। ট্র্যাফিক এড়াতে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করায় চালক কেবল গালিগালাজই করেননি, গাড়ি থেকে রড বের করে মারার এবং খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ঘটনার কথা রেডইট প্ল্যাটফর্মে জানিয়েছেন আক্রান্ত মহিলাদেরই একজন।অভিযোগকারী জানান, তাঁরা নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে অফিসে যাওয়ার জন্য ক্যাব বুক করেন। পথে অতিরিক্ত যানজট থাকায় সামনের সিটে বসে থাকা তার এক বন্ধু চালককে ইউ-টার্ন না নিয়ে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে