রোজ খেতেন ১০০ রুটি, ৬ মুরগি আর ১০ লিটার দুধ, এই ভারতীয়ের কাছে হার মেনেছিলেন ব্রুস লি-ও – এবেলা
এবেলা ডেস্কঃ ভারতের ইতিহাসে এমন অনেক কুস্তিগির রয়েছেন, যারা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। এমনই একজন ছিলেন রুস্তম-এ-হিন্দ নামে পরিচিত দ্য গ্রেট গামা। তার খ্যাতি এতটাই ছিল যে তিনি বিশ্বের সেরা সেরা কুস্তিগিরদের হারিয়েছেন। এমনকি বিশ্বখ্যাত মার্শাল আর্ট শিল্পী ব্রুস লি-ও তার ভক্ত ছিলেন।গামা পালোয়ান নামে পরিচিত এই কুস্তিগির জীবনে কোনোদিন হারেননি। ২২ মে ১৮৭৮ সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন তিনি। দেশভাগের পর পরিবারসহ লাহোরে চলে যান তিনি। মাত্র ১০ বছর বয়সে তিনি কুস্তি শুরু করেন। তার বাবা মুহাম্মদ আজিজ বকশ নিজেও একজন