৮৩ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার, সৌরভ-দ্রাবিড়ের অভিষেক ম্যাচেও ছিলেন, কে এই ডিকি বার্ড? – এবেলা
এবেলা ডেস্কঃ ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে ধরা হয় সেই ফাইনালকে। মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের ডিকি বার্ড। ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত এই নাম। মঙ্গলবার, ৯২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গভীর শোকের সঙ্গে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডকে খেলার অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তাঁর আম্পায়ারিংয়ের সময় থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে তিনি একটি বিশেষ জায়গা তৈরি করে নেন। খেলাধুলার প্রতি তাঁর নিষ্ঠা ও দায়বদ্ধতা ছিল