‘গুলি চলেছে, এত টাকা রোজগার করেছেন!’ কপিলের ক্যাফেতে হামলার ঘটনায় যা বললেন অক্ষয় – এবেলা
এবেলা ডেস্কঃ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নতুন সিজনের শেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। কপিল শর্মার সঙ্গে তাঁর মজাদার কথোপকথন পর্বটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আর সেই হাসির আবহের মধ্যেই উঠে এল কানাডায় কপিলের ক্যাফেতে হামলার প্রসঙ্গ। মজার ছলেই কপিলের বিপুল রোজগারের দিকে ইঙ্গিত করে অক্ষয় এমন কথা বললেন যা শুনে হেসে ফেলেন উপস্থিত সবাই।মঞ্চে দাঁড়িয়ে অক্ষয় বলেন, “কপিলের এখন তিনটি সিজন নেটফ্লিক্সে। আগে সোনি ও কালার্সেও ছিল। এখন দু’টি সিনেমাও করছেন। পাশাপাশি নিজের রেস্তরাঁও খুলেছেন। সেখানে এত পয়সা রোজগার