ভূতুড়ে বাড়িতে ঘড়ির রহস্য ফাঁস, চিঠি পেয়ে চমকে উঠল যুবক! – এবেলা
এবেলা ডেস্কঃ এক রহস্যময় চিঠির সূত্র ধরে এক প্রাচীন বাড়ির গোপন রহস্য উন্মোচিত হল। কলকাতার এক শতাব্দী পুরোনো বাড়িতে একা থাকতেন পার্থ মুখার্জি। হঠাৎ একদিন ডাকবাক্সে একটি হলুদ খামে রহস্যময় একটি চিঠি পান তিনি। তাতে লেখা ছিল, ‘আজ রাত ১২টার আগে বাড়ির ঘড়ি থামিয়ে দিও, নইলে বিপদ আসবে।’ চিঠি পড়ে পার্থ চমকে ওঠেন কারণ তিনি জানতেন দোতলায় ঝোলানো ঘড়িটি বহু বছর ধরে নষ্ট হয়ে আছে। সেই রাতে ঠিক ১১টায় হঠাৎই সেই বন্ধ ঘড়ি থেকে টিক টিক শব্দ শোনা যায়। টর্চ হাতে দোতলায় উঠে পার্থ