কলকাতার গার্ডেনরিচে শুটআউট, কী রহস্য এই হত্যাকাণ্ডের পেছনে – এবেলা
এবেলা ডেস্কঃ দেবীপক্ষের শুরুতেই কলকাতায় ফের শুটআউট! গার্ডেনরিচে রাস্তার ওপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশেই পড়েছিল একটি বন্দুক ও একটি ব্যাগ। পুলিশ জানিয়েছে, ডিসি পোর্ট অফিসের কাছেই এই ঘটনা ঘটেছে। এই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।এদিকে, তারাতলা উড়ালপুলের হাইট বার ভেঙে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনে চরম যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তারাতলা মোড় থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়ায় ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট তৈরি হয়েছে।