পুজোর ভিড়ে ঘুরেও পায়ের ব্যথা হবে না, জেনে নিন সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ পুজো মানেই প্যান্ডেল হপিং আর নতুন জুতোর আলতো ব্যথা। ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দাঁড়িয়ে থাকার কারণে পায়ের পেশি ও শিরায় চাপ পড়ে ব্যথা, ফোলা বা টান লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু উৎসবের মরসুমে এই ধরনের অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ টিপস মেনে চলা যেতে পারে। সঠিক জুতো বেছে নেওয়া থেকে শুরু করে হালকা খাবার খাওয়া—কিছু ছোটখাটো অভ্যাস আপনার পুজোকে আনন্দদায়ক করে তুলতে পারে।পুজোর সময়ে পা সুস্থ রাখতে কিছু বিশেষ টিপস মেনে চলা জরুরি। প্রথমেই আরামদায়ক স্নিকার্স বা