ভোটের মুখে বাংলায় কেন কমছে হিন্দুর সংখ্যা, বদলে যাচ্ছে জনবিন্যাস? – এবেলা
এবেলা ডেস্কঃ পশ্চিমবঙ্গের সবুজ বদ্বীপ অঞ্চলে ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে খুব ধীরে হলেও একটি জনসংখ্যাগত রূপান্তর ঘটে চলেছে। আদমসুমারির পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৫১ সালে হিন্দুরা ছিল জনসংখ্যার ৭৮.৪৫% এবং মুসলিমরা ১৯.৮৫%। কিন্তু ২০১১ সালের মধ্যে এই সংখ্যা পাল্টে গিয়ে দাঁড়ায় হিন্দু ৭০.৫৪% এবং মুসলিম ২৭.০১%। সীমান্ত লাগোয়া জেলাগুলিতে এই বদল আরও স্পষ্ট। মুর্শিদাবাদে এখন ৬৬.২৭%, মালদহে ৫১.২৭% এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে ৬০%-এর বেশি মুসলিম।এই পরিবর্তনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুটি বিষয়কে তুলে ধরছেন—উচ্চ প্রজনন হার এবং বেআইনি অনুপ্রবেশ। ভারত-বাংলাদেশ সীমান্ত দীর্ঘকাল ধরে একটি