আর্দ্রতার কোমর-জল! কলকাতায় পুজো উদ্বোধন কি তবে স্থগিত? মুখ্যমন্ত্রীর পোস্টে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ কলকাতায় লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। উত্তর থেকে দক্ষিণ, শহরের রাস্তাঘাট ডুবে আছে কোমর-জলে। এই পরিস্থিতিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় সিদ্ধান্ত সামনে এসেছে, যা নিয়ে শহরে শুরু হয়েছে জল্পনা। জানা গেছে, মঙ্গলবারের জন্য কলকাতার সমস্ত পুজো উদ্বোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলের পক্ষ থেকে কুণাল ঘোষ এক পোস্টে জানান, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিজে তদারকি করছেন। কলকাতার পুজো উদ্বোধনগুলো আগামী দিন হবে, তবে জেলার কিছু পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কিছু। শহরের