পুজোর আগে মুখে ব্রণ? উৎসবের আনন্দে বাধা দিতে পারে এই সমস্যা, শেষ মুহূর্তে জানুন সমাধান – এবেলা
এবেলা ডেস্কঃ পুজো আসতে আর মাত্র চারদিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটা চলছে জোরকদমে, কেনা হচ্ছে নতুন পোশাক আর মেকআপের জিনিসপত্র। কিন্তু শেষ মুহূর্তে যদি মুখে ব্রণ দেখা দেয়, তাহলে সমস্ত আনন্দই মাটি। বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখে লালচে ব্রণ দেখে মন খারাপ হয় অনেকেরই।তবে উৎসবের এই সময়ে যাতে এমন অনাকাঙ্ক্ষিত সমস্যা না হয়, তার জন্য জেনে নিন কিছু বিশেষ নিয়ম। শেষ মুহূর্তে মেনে চললে পুজোর সময় আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও ব্রণমুক্ত।খাবারদাবার নিয়ে সচেতন হনপুজোর সময় খাওয়া-দাওয়ায় অনিয়ম হবেই। তাই তার আগেই