ড্রাইভিং সিটেই হার্ট অ্যাটাক! ৩০ জন পড়ুয়ার প্রাণ বাঁচল যেভাবে – এবেলা
এবেলা ডেস্কঃ স্কুল বাসের স্টিয়ারিংয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন চালক। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারল, এরপর সোজা গিয়ে ধাক্কা মারল রোড ডিভাইডারে। অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল প্রায় ৩০ জন স্কুল পড়ুয়া।ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। জানা গিয়েছে, রামাবরাপাডু থেকে গুনাডালার দিকে যাচ্ছিল স্কুলবাসটি। মাঝপথেই আচমকা বাসচালকের হার্ট অ্যাটাক হয়। স্টিয়ারিংয়েই লুটিয়ে পড়েন তিনি। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাইক ও রোড ডিভাইডারে ধাক্কা মারে।তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসেন। তারা দ্রুত চালককে বাস