বিয়ের সাজে প্রেমিকা, মণ্ডপে তুলে দিলেন স্বয়ং প্রেমিক! কেন এমন কাজ করলেন? – এবেলা
এবেলা ডেস্কঃ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এখন বাংলা ছোটপর্দায় তুমুল জনপ্রিয়। আর্য আর অপর্ণার প্রেম নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে নানান কৌতূহল। একের পর এক টুইস্ট আসছে তাদের গল্পে। সম্প্রতি, গল্পে আগমন ঘটেছে নতুন চরিত্র হিন্দোল মিত্রের। এই চরিত্রে অভিনয় করছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। হিন্দোল তার ভদ্র ও নম্র ব্যবহারের কারণে অপর্ণার পরিবারের মন জয় করে নেয়।গল্পের নতুন মোড় আসে যখন অপর্ণার বাবা তার বিয়ে ঠিক করেন সতীনাথের সঙ্গে। এই খবর জানার পর অপর্ণা ছুটে যায় আর্যর কাছে। তাকে জানায়, যাকে সে চিরকাল আগলে