ভিড়ের মধ্যে অস্ত্র দেখিয়ে ডাকাতি! পুজোর মুখে তমলুকের সোনার দোকানে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ পুজোর মরসুমের ব্যস্ত দিনেও রেহাই পেল না গয়নার দোকান। পূর্ব মেদিনীপুরের তমলুকে বন্দুক উঁচিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ লুঠ করে চম্পট দিল ডাকাতদল। সোমবার সকালে তমলুকের মিলননগরে একটি গয়নার দোকানে হঠাৎ ঢুকে পড়ে মুখোশ পরা তিন দুষ্কৃতী। তারা দোকানের মালিক ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে লকার থেকে সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করে নেয়। এরপর কর্মচারীদের হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।দোকানের মালিক জানিয়েছেন, লুঠ হওয়া সোনার গয়নার আনুমানিক