জিএসটি সংস্কারের সুফল কি সত্যিই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ জিএসটি ২.০ সংস্কার নিয়ে বড় প্রশ্ন তুলেছে কংগ্রেস। সরকার দাবি করছে এই সংস্কারের ফলে প্রায় ৪০০টি পণ্য ও সেবার ওপর করের হার কমানো হয়েছে, যা সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং ব্যবসায়ীদের জন্য ২.৫ লক্ষ কোটি টাকার সাশ্রয় আনবে। কিন্তু কংগ্রেসের অভিযোগ, এই সংস্কার সীমিত এবং এতে অনেক দেরি হয়ে গেছে। তারা প্রশ্ন তুলেছে, কর কমার এই সুবিধা কি শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের পকেটে পৌঁছবে?২০১৭ সালের ১ জুলাই চালু হওয়া জিএসটি ব্যবস্থা ভারতে কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন করকে একীভূত করে একটি জাতীয় বাজার গড়ে