ড্রোন থেকে বাড়ি নজরে রাখত, প্রাক্তন প্রেমিকের অত্যাচারে নরক হয়েছিল তরুণীর জীবন – এবেলা
এবেলা ডেস্কঃ ভালোবাসার সম্পর্ক, অথচ সেই প্রেমেই এক নারীর জীবন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। প্রাক্তন প্রেমিক এতটাই নিয়ন্ত্রণমূলক আচরণ শুরু করে যে, তার ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই নারী তুলে ধরেছেন তার যন্ত্রণার কথা। তার জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সম্পর্কের ক্ষেত্রে চোখ বুজে নয়, বরং খোলা রেখে ভালোবাসা উচিত।ইংল্যান্ডের সেই নারীর মর্মান্তিক কাহিনী শুনে নেওয়া যাক।সবখানে নজর রাখত প্রাক্তন৩৩ বছর বয়সী ডমিনিক উইলিয়ামসের বিরুদ্ধে অভিযোগ, সে তার প্রাক্তন প্রেমিকাকে নানাভাবে হয়রান করত। আদালতে