৯৪ মিনিট আকাশে! প্লেনের চাকায় লুকিয়ে কাবুল থেকে দিল্লি, ১৩ বছরের ছেলেটি বেঁচে ফিরল কীভাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এক হতবাক করা ঘটনা সামনে এসেছে। কাবুলের KAM এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটের চাকার অংশে লুকিয়ে এক ১৩ বছরের ছেলে ভারত পৌঁছে গেছে।ঘটনাটি ঘটে ২১ সেপ্টেম্বর সকালে। যখন বিমানটি (RQ-4401) দিল্লির রানওয়েতে অবতরণ করে এবং যাত্রীরা নেমে যাওয়ার পর ট্যাক্সিওয়েতে দাঁড়িয়েছিল, তখন একজন গ্রাউন্ড স্টাফ ছেলেটিকে বিমানের কাছে ঘোরাফেরা করতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় এবং সিআইএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। পরে তাকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশি জেরায় ছেলেটি জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। তার