ক্ষেতে কাজ করতে গিয়ে হঠাৎ হামলা, ৬২ বছরের বৃদ্ধার শরীর থেকে বের হলো ২০০ মৌমাছির হুল! – এবেলা
এবেলা ডেস্কঃ গুজরাটের নবসারি জেলার এক মর্মান্তিক ঘটনায় ক্ষেতে কাজ করা এক বৃদ্ধাকে আক্রমণ করল মৌমাছির বিশাল একটি ঝাঁক। মৌমাছির হুলে ক্ষতবিক্ষত হয়েও প্রাণে বাঁচলেন ৬২ বছর বয়সী ওই মহিলা। তাঁর শরীর থেকে প্রায় ২০০টি হুল বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে নবসারির রূপভেল গ্রামে।জানা গেছে, রূপভেল গ্রামের পাটেল স্ট্রিটের বাসিন্দা শান্তাবেন ভেঞ্জি কুঁভি নিজের ক্ষেতে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময়েই হঠাৎ কোথা থেকে মৌমাছির একটি বিশাল ঝাঁক এসে তাঁর উপর হামলা চালায়। শান্তাবেনকে চারদিক থেকে ঘিরে ধরে মৌমাছিরা একের পর এক হুল ফোটাতে