পাকিস্তানে iPhone 17-এর দাম শুনলে চমকে যাবেন! ভারতে যা ৮০ হাজার, সেখানে দাম ২ লক্ষ? – এবেলা
এবেলা ডেস্কঃ iPhone 17-এর নতুন সিরিজ বাজারে আসার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ভারতেও এই নতুন মডেলগুলো কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই একই iPhone 17 কিনতে গ্রাহকদের কত টাকা গুনতে হচ্ছে?ভারত ও পাকিস্তানের দামে আকাশ-পাতাল ফারাকপাকিস্তানের অফিসিয়াল Apple ওয়েবসাইট অনুযায়ী, iPhone 17-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম PKR ৩,২৫,০০০ (প্রায় ১,০২,০১৪ টাকা)। আর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম PKR ৩,৯৪,৫০০ (প্রায় ১,২৩,৮৩০ টাকা)। অন্যদিকে, ভারতে এই ফোনটির ২৫৬ জিবি মডেলের দাম মাত্র