দেবীপক্ষের মাঝেই ভয়ঙ্কর বিপদ! জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যুতে ছড়াল আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ দেবীপক্ষের আবহে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। গতকাল রাত থেকে অবিরাম বর্ষণের ফলে শহরের বহু এলাকা জলের তলায়। এই জল জমার ফলে ভয়াবহ বিপদ ডেকে এনেছে বিদ্যুৎ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। উৎসবের মরশুমে এমন মর্মান্তিক ঘটনায় শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।লাগাতার বৃষ্টির কারণে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জল জমে জনজীবন কার্যত স্তব্ধ। বিধাননগর, রাজারহাট, সল্টলেক, লেকটাউন, যাদবপুর, নেতাজি নগর, বিজয়গড়, কালীঘাট এবং রাসবিহারী মোড় চত্বরের মতো ব্যস্ত এলাকাগুলোও