রামপুরহাটে নিখোঁজ ছাত্রীর বাড়িতে কেন যেতে হলো শতাব্দী রায়কে? সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, তুললেন ভয়াবহ অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ রামপুরহাটে খুন হওয়া আদিবাসী ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কেঁদে ফেললেন সাংসদ শতাব্দী রায়। সোমবার সকালে নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তার মা। সেই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সাংসদও। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি অভিযুক্তের ‘প্রকাশ্যে ফাঁসি’র দাবি তোলেন। শতাব্দী বলেন, এই সমাজে ওই অভিযুক্তের বেঁচে থাকার কোনো অধিকার নেই।সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ স্বামী ও স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে নিহত ছাত্রীর বাড়িতে যান শতাব্দী রায়। সাংসদকে দেখেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন মা।