বিয়ের পরই স্ত্রীর দাড়ি-গোঁফ, স্বামী জানতে পেরে যা করলেন – এবেলা
এবেলা ডেস্কঃ চমকে দেওয়ার মতো এই ঘটনা পাঞ্জাবের এক দম্পতির। শারীরিক গড়ন ও চেহারা দেখে মানুষকে বিচার করার প্রবণতা আমাদের সমাজে পুরোনো। এই মানসিকতার শিকার হলেন পাঞ্জাবের মান্দীপ কৌর। সাধারণ চেহারার মান্দীপের বিয়ে হয়েছিল আর পাঁচটা মেয়ের মতোই। প্রথম কয়েক বছর তাঁদের দাম্পত্য জীবন সুখে কাটছিল। কিন্তু এই সুখ স্থায়ী হলো না।হঠাৎ মান্দীপের মুখের কিছু অংশে পুরুষের মতো দাড়ি-গোঁফ গজাতে শুরু করে। চিকিৎসকদের মতে, এই শারীরিক পরিবর্তনের কারণ হরমোনের তারতম্য। শারীরিক এই পরিবর্তন দেখে মান্দীপের স্বামী তাঁকে ডিভোর্স দেন। স্বামীর এমন আচরণে মান্দীপ মানসিকভাবে