কিডনির ক্ষতির লক্ষণ: সকালে কি আপনার এই লক্ষণগুলি দেখা দেয়? আপনার কিডনি ক্ষতিগ্রস্ত! – এবেলা
এবেলা ডেস্কঃ আমাদের শরীরের জন্য কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। রক্ত পরিশোধন করা, বর্জ্য পদার্থ দূর করা এবং শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখার মতো জরুরি কাজগুলো কিডনি করে থাকে।অনেক সময় কিডনির রোগ নিঃশব্দে শরীরে বাসা বাঁধে। কিন্তু কিছু বিশেষ লক্ষণ আছে যা সকালে ঘুম থেকে ওঠার পর দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। এই উপসর্গগুলোই কিডনির দুর্বল কার্যকারিতার ইঙ্গিত দিতে পারে।১. সকালে পায়ে ও গোড়ালিতে ফোলাভাবসকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার পা অথবা গোড়ালির কাছে ফুলে আছে, তাহলে এটি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।