বিরাট হনুমান মূর্তি নিয়ে বিতর্ক, ট্রাম্পের দলের নেতা বললেন ‘মিথ্যা হিন্দু ভগবান’ – এবেলা
এবেলা ডেস্কঃ আমেরিকার টেক্সাসে বিরাট আকারের হনুমান মূর্তি তৈরি হচ্ছে, আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূর্তিটিকে ‘মিথ্যা হিন্দু ভগবান’ বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের এক নেতা, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন হিন্দু সমাজ।টেক্সাসে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ নামে পরিচিত ৯০ ফুট উঁচু এই মূর্তিটি শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে স্থাপন করা হচ্ছে। ভক্তি, শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে তৈরি হওয়া এই মূর্তিটির বিষয়ে আপত্তি তুলেছেন রিপাবলিকান নেতা অ্যালেক্সান্ডার ডানকান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “টেক্সাসে আমরা একটি মিথ্যা হিন্দু ভগবানের মূর্তি তৈরি হতে দিচ্ছি